দিনাজপুরের কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির সহযোগিতায় এবং কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মোঃ মোস্তাফিজুর রহমান, ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন, প্রাণ ভোমরা শিশু ফোরাম ও PLC শিশু ফোরামের সভাপতি সাকিব আল হাসান, ইউনিয়ন পরিষদের নারী সদস্য, ওয়ার্ড মেম্বার, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউএনও মোঃ আমিনুল ইসলাম সমাজের বিভিন্ন কুসংস্কার, বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি ও শিশু অধিকারের লঙ্ঘন সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাল্যবিবাহ কেবল একটি মেয়ে শিশুর স্বপ্ন নষ্ট করে না, এটি পুরো সমাজের জন্য ক্ষতিকর।”
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মোঃ মোস্তাফিজুর রহমান শিশু ও নারীর পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং বাল্যবিবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা করেন।
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন বলেন, “শিক্ষাই উন্নতির চাবিকাঠি। আমাদের শিশুদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে, ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে হবে।”
শিশু ফোরামের সভাপতি সাকিব আল হাসান বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম, মাদকাসক্তি ও শিশু অধিকার রক্ষায় তাদের কার্যক্রম তুলে ধরেন।
ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আলবিনুশ সরেন জানান, বাল্যবিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিশন “৫ জিরো” (Zero Hunger, Zero Violence, Zero Child Marriage, Zero Child Labor, Zero Plastic Waste) কর্মসূচির আওতায় কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা শপথ নেন—
তারা বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবেন।
মাদক থেকে দূরে থাকবেন।
শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হবেন।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আলবিনুশ সরেন ও ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা সহায়তাকারীরা।
সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply