মেহেদী হাসান মুরাদ –
বিশেষ দোয়া মাহফিল ও ইফতার আয়োজন রংপুরের মিঠাপুকুর উপজেলার ধাপশ্যামপুর বটেরচড়া জামে মসজিদে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪১ বছর ধরে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসা এক আলেমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই আয়োজন করা হয়।
বক্তব্য ও দোয়া এতে বিশিষ্ট আলেমগণ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ইসলামের আলোকে একজন খতিবের ও মর্যাদা নিয়ে আলোচনা করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য:অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. গোলাম রব্বানী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখা।বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. গোলাম আজম, আরবি প্রভাষক, বুজুর্গ সন্তোষপুর কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা শাখা, রংপুর।
সভাপতি ও সঞ্চালক মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মো. নুরুন্নবী সরকার, সভাপতি, ধাপশ্যামপুর বটেরচড়া জামে মসজিদ, মিঠাপুকুর, রংপুর।সঞ্চালনায় ছিলেন জনাব মো. আশিকুর রহমান মন্ডল, মানবাধিকার কর্মী ও সাধারণ সম্পাদক, ধাপশ্যামপুর বটেরচড়া জামে মসজিদ, মিঠাপুকুর, রংপুর। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জনাব মো. হারুন অর রশিদ তালুকদার, চেয়ারম্যান, ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ। জনাব মো. আনিছুর রহমান, বাংলা প্রভাষক, বৈরাতী ডিগ্রি কলেজ। জনাব মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য, ৬ নং ওয়ার্ড, ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ। জনাব বিধরঞ্জন বর্মন, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মিঠাপুকুর উপজেলা শাখা, রংপুর। এস এম মুসা মুনসুর, নির্বাহী সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বৃহত্তর রংপুর আঞ্চলিক শাখা।
ইফতার পরিবেশন ও আয়োজন দোয়া মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের মাঝে বিশেষ ইফতার পরিবেশন করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
আয়োজক ও স্থানীয়দের প্রতিক্রিয়া এই বিশেষ আয়োজনের জন্য ধাপশ্যামপুর বটেরচড়া গ্রামবাসী, মিঠাপুকুর, রংপুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় মুসল্লিরা এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply