মেহেদী হাসান মুরাদ – এমকে নিউজ
দিনাজপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থাপনা রচনা প্রতিযোগিতায় প্রাণ পেল বৈশাখ।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন, দেয়ালচিত্র, উপস্থাপনা ও রচনা প্রতিযোগিতা।
উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী এই আয়োজনে বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। প্রভাতী অনুষ্ঠান দিয়ে শুরু হওয়া আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, ঘুড়ি উড়ানো, আলোচনা সভা, পান্তা উৎসব এবং শিশু একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী।
শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়ে ওঠে এক সৃজনশীল উৎসব। বৈশাখী ভাবনার নিপুণ রঙ ও শব্দে ফুটে ওঠে তাদের কল্পনার জগৎ। প্রতিটি উপস্থাপনা ও আঁকায় ছিল নতুন বছরের স্বপ্ন, সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম হাবিবুর রহমান (শিক্ষা ও আইসিটি)। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিশু একাডেমির কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পল্লীশ্রী দিনাজপুরের প্রতিনিধিবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এমএ ওয়াহেদ। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা, ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের মানসিক বিকাশ ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বাংলা নববর্ষের এমন আয়োজনে দিনাজপুরের শিশুরা যেমন আনন্দ পেয়েছে, তেমনি অভিভাবক ও সংশ্লিষ্ট মহলেও সৃষ্টি হয়েছে আশাবাদের বাতাবরণ।
Leave a Reply