রায়হান কবির প্রধান- মিঠাপুকুর
একটি জাতির স্বাস্থ্য যখন হুমকির মুখে পড়ে, তখন কঠোর হতে হয় রাষ্ট্রকে। তেমনি এক সাহসী পদক্ষেপের সাক্ষী হলো রংপুরের মিঠাপুকুর উপজেলা। শুকরের হাট এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন মেসার্স মিল্লাদ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মুকুল মিয়া।
ভোক্তাদের অজান্তে বিষ মেশানো এই মিষ্টতার অবসান ঘটাতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ। স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মিঠাপুকুর থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে খাদ্যদ্রব্যের মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেলিং না করেই বিপণনের দায়ে মিল্লাদ ট্রেডার্স-কে ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ অভিযান কেবল একটি প্রতিষ্ঠানকে জরিমানা নয়, বরং এটি এক সামাজিক বার্তা—স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা আর চলবে না। শিশুদের হাতে যেন আর বিষমিশ্রিত মিষ্টতা না তুলে দিতে হয়, সেদিকে কঠোর নজর রাখছে প্রশাসন।
জনস্বার্থে পরিচালিত এ উদ্যোগের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন, মিঠাপুকুর শাখা উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতেও এমন মানবিক ও জনসচেতনতা মূলক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply