স্টাফ রিপোর্টার, রংপুর
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মিঠাপুকুরে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নুর মো. শামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন।
সভায় ডিজি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে, মিঠাপুকুরের অনেক প্রাথমিক শিক্ষকের সন্তান নিজের বিদ্যালয়ে না পড়ে বেসরকারি স্কুলে পড়ছে। এতে শিক্ষকদের প্রতি আস্থা ও দায়িত্ববোধ প্রশ্নের মুখে পড়ে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের আগে নিজের বিদ্যালয়ে সন্তানের শিক্ষা নিশ্চিত করতে হবে। তাহলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে।”
তবে উক্ত সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের দপ্তর থেকে আমন্ত্রণ না জানানোয় সাংবাদিক মহলে অসন্তোষ এবং প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটি অংশীদারিত্বমূলক দৃষ্টিভঙ্গির ঘাটতি বলে উল্লেখ করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক কামরুল হাসান এনডিসি, রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান, উপপরিচালক জয়নাল আবেদীন ও রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।
এছাড়াও উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাধন, সহ-সভাপতি দেলদুর হোসেনসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply