মেহেদী হাসান মুরাদ:
আধুনিক বিশ্বে এগিয়ে যেতে ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজনীয়। কিন্তু শহরের তুলনায় গ্রামের শিশুরা এই ক্ষেত্রে পিছিয়ে থাকে। সেই বাধা দূর করতে প্রাণ ভোমরা শিশু ফোরাম কাহারোল উপজেলার শিশুদের জন্য চালু করেছে সাপ্তাহিক ইংরেজি শিক্ষন সেশন, যা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ৩ এপ্রিল পর্যন্ত চলবে।
এই দুই মাসব্যাপী উদ্যোগের মাধ্যমে শিশুরা মজার ও কার্যকর পদ্ধতিতে ইংরেজি শেখার সুযোগ পাচ্ছে। শুধু শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই কার্যক্রম তাদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করছে।
শিক্ষার্থীদের একজন বলেন, “আগে ইংরেজিতে কথা বলতে ভয় পেতাম, এখন আত্মবিশ্বাস বেড়েছে।” অভিভাবকরাও সন্তুষ্ট—তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ তাদের সন্তানদের ভবিষ্যতে এগিয়ে যেতে সহায়তা করবে।
এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তারা শিশু ফোরামের সদস্যদের প্রশিক্ষণ দিয়ে ইংরেজি শেখানোর দক্ষ করে তুলেছে। সংগঠকরা চান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত হোক, যাতে উপজেলার প্রতিটি শিশু উপকৃত হতে পারে।
শিক্ষা হোক আনন্দের, ভাষা হোক দক্ষতার হাতিয়ার—এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে প্রাণ ভোমরা শিশু ফোরাম।
Leave a Reply