দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরে শিশুদের সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে সম্প্রতি একটি সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে।
বুধবার ১৮ জুন এই পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী ও শিশু অধিকারকর্মী মেহেদী হাসান মুরাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ একাডেমির কর্মকর্তাবৃন্দ ও শিশুরা।
উদ্বোধন শেষে মেহেদী হাসান মুরাদ বলেন,
“শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
সাবমারসিবল পাম্প স্থাপন শুধু একটি কারিগরি কাজ নয়—এটি শিশুদের মৌলিক অধিকার রক্ষার একটি বাস্তব পদক্ষেপ।
শিশুরা যেন নির্বিঘ্নে, সুস্থভাবে শিখতে পারে—সে পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে চলমান সংস্কার কাজ—অডিটোরিয়ামের স্টেজ সংস্কার, জানালার কাজ এবং একাডেমির সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।
উল্লেখ্য, দিনাজপুর শিশু একাডেমি এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাব ছিল। সাবমারসিবল পাম্প স্থাপনের মাধ্যমে সেই সমস্যার টেকসই সমাধান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই উদ্যোগের ফলে একাডেমির শিক্ষা, সংস্কৃতি ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply