রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হাটু ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকিদাতা পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোছা. খাদিজা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। সর্বশেষ ২৩ জুন ২০২৫ সালের উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে সিনিয়র শিক্ষক মো. রাজ্জাকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল “চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে” শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস-এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে অধ্যক্ষ মাহেদুল আলমের ছত্রছায়ায় পায়রাবন্দ কেন্দ্রের নকল বাণিজ্যের চিত্র তুলে ধরা হয়। এরপর সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন অধ্যক্ষ মাহেদুল, যার কলরেকর্ড ভাইরাল হয়।
ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রায় অর্ধশত সাংবাদিক সংগঠন মাহেদুল আলমের অপসারণের দাবি জানায়। পরে ইউএনও তদন্তের নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
এছাড়া, ভুয়া বিএড সনদ ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে।
মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
Leave a Reply