রায়হান কবির- মিঠাপুকুর (রংপুর), ১৬ মে:
ধর্মীয় শ্রদ্ধা, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে মোসলেম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে আয়োজিত এই মাহফিলপ্রবণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও মিঠাপুকুরের কৃতিসন্তান ডা. মোহাম্মদ জহুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন—মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, মানবাধিকারকর্মী আশিকুর রহমান,
মোঃ আনারুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক, মিঠাপুকুর উপজেলা বিএনপি, মোঃ সুজন মাহমুদ, সদস্য সচিব, মিঠাপুকুর উপজেলা যুবদল, মোঃ সামছুল ইসলাম, সদস্য সচিব, মিঠাপুকুর উপজেলা ছাত্রদল, মোঃ মোস্তাকুর রহমান বাবুল, আহ্বায়ক, ৮ নং চেংমারী ইউনিয়ন বিএনপি, মোঃ মাহারুল ইসলাম মিলন, সদস্য সচিব, ৮ নং চেংমারী ইউনিয়ন বিএনপি, মোঃ সোহাগ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৮ নং চেংমারী ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মহতী উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত সফল ও স্মরণীয়। ছাদ ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোসলেম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দীর্ঘদিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় ও দ্বীনি শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Leave a Reply