মেহেদী হাসান মুরাদ –
ঈদ উপলক্ষে শঠিবাড়ি থেকে বৈরাতিহাট রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রীরা বলছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে, অথচ কেউ প্রতিবাদ করছে না।
অভিযোগ রয়েছে, সিএনজি ও অটোরিকশা চালকদের একটি সিন্ডিকেট ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছে। আশ্চর্যের বিষয় হলো, স্ট্যান্ডের পাশেই পুলিশ অবস্থান করলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় এক যাত্রী বলেন, “প্রতিবারই ঈদের সময় অতিরিক্ত ভাড়া নেয়, কিন্তু কেউ কিছু বলে না। পুলিশ সব দেখেও চুপ থাকে। এভাবে আর কতদিন সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ্য করবো?”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। যাত্রীদের অভিযোগ, যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এ সমস্যা আরও প্রকট হবে।
Leave a Reply