২১ ফেব্রুয়ারি ২০২৫, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলবাড়ীয়া এপির পৌরসভা পিএফএ যুব ফোরামের উদ্যোগে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এই আয়োজনে যুব ফোরামের সভাপতি কানিজ ফাতেমা রিংকু এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তিনি পুরো অনুষ্ঠানে একটিও ইংরেজি শব্দ ব্যবহার না করে শুধুমাত্র বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন। তার এই উদ্যোগ উপস্থিত সকলের মাঝে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে।
তিনি বলেন, “যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা, সেই মাতৃভাষা আমাদের শ্রদ্ধা ও গর্বের প্রতীক। যদি এ ভাষা না থাকতো, তবে এতো কাব্য, এত কবিতা কে লিখত? মাকে এতো মধুর সুরে কে ডাকতো? বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের পরিচয়!”
কানিজ ফাতেমা রিংকুর এই ব্যতিক্রমী প্রয়াস যুব সমাজের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply