মেহেদী হাসান মুরাদ:
পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে উদ্যোগ নিয়েছে স্বপ্নছোয়া শিশু ফোরাম। ১২ ফেব্রুয়ারি, বুধবার ফুলবাড়িয়া উপজেলার বাকতা গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী, শিশু ফোরামের সদস্যরা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা, PLC শিশু ফোরামের কোষাধ্যক্ষ এবং বাকতা পিএফএ-এর প্রোগ্রাম অফিসার ফারুক জেনসাম্স উপস্থিত ছিলেন।
সভায় ‘জিরো প্লাস্টিক’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, পুনর্ব্যবহার (রিসাইকেল) এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, এলাকায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনঃব্যবহারযোগ্য উপায়ে ব্যবস্থাপনার জন্য কাজ করা হবে।
শিশু ফোরামের সদস্যরা জানান, প্লাস্টিক দূষণ বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তাই তাঁরা এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করার জন্য কাজ করে যাবেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে শিশু ফোরামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পরিবেশ রক্ষায় সকলের অংশগ্রহণ প্রয়োজন— প্লাস্টিক কমান, প্রকৃতি বাঁচান!
Leave a Reply