নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুর সদর উপজেলায় আউলিয়াপুর শিশু ও যুব ফোরাম এবং ভিডিসি কমিটির উদ্যোগে দুস্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । ১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে অর্ধশতাধিক দুস্থ মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয় । এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এসিও এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আউলিয়াপুরের ইউপি চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এপির স্পন্সরশীপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব মন্ডল, ভিডিসি কমিটির সভাপতি সাইফুদ্দিন আহমেদ।যুব ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন আউলিয়াপুর যুব ফোরামের সভাপতি আল মমিন।
আউলিয়াপুর যুব ফোরামের সভাপতি আল মমিন জানান, সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে তহবিল সংগ্রহ করেছেন এবং এলাকার অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে তাদের কাছে শীতবস্ত্র বিতরণ করেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, শীতের এই সময়ে এমন সহযোগিতা আমাদের জীবনে অনেক স্বস্তি এনে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, আউলিয়াপুর শিশু ও যুব ফোরাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে বিভিন্ন সময় শিশু ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ঈদ উপহার, ইফতার বিতরণ, রক্তদান, শিক্ষাসামগ্রী প্রদান,স্বাস্থ্যসেবা কার্যক্রম,সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।
Leave a Reply