স্টাফ রিপোর্টার- জাহিদ ইকবাল
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা যুব ফোরামের সদস্যদের তিন দিন ব্যাপী “সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে দক্ষতা বৃদ্ধি” প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ব্যাগ বিতরণ করা হয়।
নওগাঁ জেলার সাপাহার উপজেলার উচাডাঙ্গায় অবস্থিত আলোহা ট্রেনিং সেন্টারে আস্থা প্রকল্পের যুব ফোরামের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, যুব নীতিমালা ২০১৭, সুশাসন, সংবেদনশীল, অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুবদের ভূমিকা, সামাজিক যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব মোস্তাকিম হোসেন ডেমক্রেসিওয়াচ এর রাজশাহী ক্লাসটার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, নওগাঁ জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ্, মনিটারিং কোঅর্ডিনেটর জাহাঙ্গীর আলম, সিনিয়র ফিল্ড অফিসার মোঃ আব্দুল মোন্নাফ।
Leave a Reply