মেহেদী হাসান মুরাদ, রংপুর:
দাম্পত্য কলহের জেরে এক যুবক তার তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করে তিন লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) সন্ধ্যা ৭টার দিকে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি ছাগল, দুটি হাঁস, একটি পাখি এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি এজাহার দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় হযরতপুর গ্রামের বাসিন্দা মোঃ রনজু মিয়ার মেয়ে মোছাঃ রুনা বেগম-এর সাথে আনুমানিক ৫-৬ মাস আগে মুরাদপুর গ্রামের মোঃ হারুন মিয়ার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে রুনা বেগম তার স্বামীকে তালাক দিলে হারুন মিয়া ক্ষিপ্ত হয়। রুনাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার পর থেকে হারুন ও তার পরিবারের লোকজন রনজু মিয়ার পরিবারকে নানাভাবে হুমকি দিতে থাকে।
অভিযোগে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় রনজু মিয়া ও তার পরিবারের সদস্যরা মেয়ে ও জামাইয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে হারুন মিয়া তার সহযোগী ২। মোঃ নজরুল ইসলাম (৫০) ও ৩। মোঃ তাহা মিয়া (৫৪) কে নিয়ে রনজু মিয়ার বাড়িতে প্রবেশ করে। তারা লোহার সাবল দিয়ে ঘরের গেট ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় রনজু মিয়ার শ্যালক মোঃ জিকরুল ইসলামের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। আগুন দেখে আসামিরা পালিয়ে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গোয়াল ঘরে থাকা একটি ছাগল, দুটি হাঁস, একটি পাখি এবং অন্যান্য আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, "অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে।"