নিউজ ডেস্ক:
দিনাজপুরের বীরগঞ্জের উদ্যমী তরুণী কামরুন্নাহার শিশু সুরক্ষা ও সমাজসেবায় তার কর্মদক্ষতা ও নেতৃত্বগুণে ইতিমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামে চাইল্ড প্রটেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশুদের অধিকার এবং সুরক্ষার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
কামরুন্নাহার বীরগঞ্জ কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার শিক্ষা জীবনের শুরু ক্যাল্যাণী উচ্চ বিদ্যালয়ে, পরে বীরগঞ্জ মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) হিসেবে কাজ করেছেন। সেখানে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, প্রাথমিক চিকিৎসা সেবা, স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রেরণ এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্য উপকরণ বিতরণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সেই পদে নেই, তবে স্বাস্থ্যসেবা ও সমাজসেবার অভিজ্ঞতা তার কাজে বিশেষভাবে প্রভাব ফেলছে।
শিশু সাংবাদিকতা ও নেতৃত্বের ক্ষেত্রেও তার বিচরণ দীর্ঘদিনের। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে শিশু সাংবাদিক ছিলেন এবং উপজেলা চাইল্ড ফোরামের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন।
কামরুন্নাহার প্রযুক্তিগত ক্ষেত্রেও দক্ষ। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডাটাবেজ প্রোগ্রামিংয়ে এ+ গ্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়া চাইল্ড রাইটস কনভেনশন, কনজ্যুমার রাইটস এবং চাইল্ড জার্নালিজম বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণেও অংশ নিয়েছেন।
বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষ কামরুন্নাহারের লক্ষ্য শিশুদের অধিকার ও সুরক্ষায় আরও বড় পরিসরে অবদান রাখা। সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও যোগাযোগ দক্ষতার জন্য তিনি সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে প্রশংসিত হচ্ছেন।