স্টাফ রিপোর্টার: জাহিদ ইকবাল
"জ্ঞানই শক্তি"—এই নীতিবাক্যে প্রতিষ্ঠিত জয়পুরহাট সরকারি কলেজে আজ ২৫ জুন ২০২৫ তারিখে একটি ব্যতিক্রমী ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কলেজ চত্বরে অবস্থিত ফলজ, বনজ, পুষ্প ও ঔষধি গাছের পাশে বৈজ্ঞানিক নাম, আঞ্চলিক নাম, গোত্রসহ বিস্তারিত তথ্য সংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মিজানুর রহমান। উপাধ্যক্ষ মহোদয় ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীরা দিনব্যাপী নিজ হাতে গাছগুলোর পাশে এই নেমপ্লেট স্থাপন করেন।
এটি জয়পুরহাট সরকারি কলেজের ইতিহাসে প্রথমবারের মতো পরিবেশ ও শিক্ষা-উদ্দেশ্যকে একত্রে যুক্ত করার এক মাইলফলক পদক্ষেপ। আয়োজকগণ জানান, ভবিষ্যতে কলেজ চত্বরে অবশিষ্ট সব গাছেও এ ধরনের সাইনবোর্ড যুক্ত করা হবে, যাতে করে শিক্ষার্থী, অভিভাবক ও আগত দর্শনার্থীরা সহজেই গাছগুলোর বৈজ্ঞানিক পরিচিতি জানতে পারেন।
দেশের খ্যাতনামা কলেজ ক্যাম্পাসগুলোতে দেখা মেলে এমন পরিবেশ সচেতন ও শিক্ষামূলক উদ্যোগের। জয়পুরহাট সরকারি কলেজেও এমন পরিকল্পনা বাস্তবায়নের ফলে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশবিষয়ক সচেতনতা, এবং উদ্ভিদবিদ্যায় আগ্রহ বাড়বে বলে আশা করা যাচ্ছে।