স্টাফ রিপোর্টার: জাহিদ ইকবাল
নওগাঁ, ৫ মে ২০২৫ – নওগাঁর মহাদেবপুরে আজ এক ব্যতিক্রমধর্মী আয়োজনের সাক্ষী হয়েছে স্থানীয়রা। সুইজারল্যান্ড দূতাবাসের সহকারী এম্বাসাডর পদমর্যাদার দুইজন প্রতিনিধি মহাদেবপুর উপজেলা আস্থা যুব ফোরামের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচের ‘আস্থা’ প্রকল্পের আওতায় পরিচালিত এই যুব ফোরাম প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় দেশের ১৮টি জেলায় বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনকালে সুইজারল্যান্ডের ডোনার প্রতিনিধি, ডেমোক্রেসি ওয়াচের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় যুব নেতৃত্ব একত্রিত হয়ে যুব ফোরামের অতীত সাফল্য, বর্তমান কর্মপ্রবাহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। চিত্রসহ উপস্থাপনার মাধ্যমে ফোরামের কার্যক্রম তুলে ধরা হলে অতিথিরা তা অত্যন্ত গুরুত্বসহকারে পর্যালোচনা করেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের প্রতিনিধিদের পদচারণায় অনুষ্ঠান প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। স্বপ্নবাজ তরুণদের উপস্থাপনায় দৃঢ়ভাবে প্রতিফলিত হয় সামাজিক পরিবর্তনের অঙ্গীকার।
উল্লেখ্য, মহাদেবপুর উপজেলা আস্থা যুব ফোরাম স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা আন্তর্জাতিক মহলেও ইতিবাচক সাড়া ফেলছে।