মিঠাপুকুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হলো মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী। দীর্ঘ ২৬ বছর পর দেখা হওয়ায় প্রিয় বন্ধুদের মুখে ছিল আনন্দের ঝলক, চোখে-মুখে কেবলই স্মৃতির ছোঁয়া। সারাদিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার ও প্রিয় শিক্ষকরাও অংশ নেন, ফলে এই মিলনমেলা পরিণত হয় এক অসাধারণ অনুভূতির উৎসবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টার ধ্বনিতে স্মৃতিময় এই অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন ব্যাচের অন্যতম মেধাবী শিক্ষার্থী, সদা শান্ত স্বভাবের ডা. মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রাক্তন শিক্ষক সম্মাননা পর্ব। এতে শিক্ষকেরা আবেগঘন স্মৃতিচারণ করেন, আর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের উত্তরীয় পরিয়ে, ফুল ও ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা জানান। প্রয়াত শিক্ষক, কর্মচারী ও হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণে পালিত হয় এক মিনিট নীরবতা।
এই পর্বে অবসরপ্রাপ্ত শিক্ষক ও ব্যাচের কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়—যাঁরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকে দেশ ও মানুষের সেবায় অবদান রাখছেন।
দুপুরের খাবার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি, নৃত্য—সব মিলিয়ে ছোটবেলার হাসি-কান্না যেন আবার ফিরে আসে। এতে অংশ নেন ব্যাচের শিক্ষার্থী, তাঁদের সন্তান এবং আমন্ত্রিত শিল্পীরা।
দিনের শেষাংশে রাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মিলনমেলার পর্দা নামে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই পুনর্মিলনী ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।