মিঠাপুকুর প্রতিনিধি ||
স্বৈরাচার পতনের আন্দোলনে সাহসী ভূমিকা রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মিঠাপুকুর শাখার উদ্যোগে এক অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যারা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের সচেতন নাগরিকরা। আলোচনায় উঠে আসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সংগ্রামী অধ্যায়, মিঠাপুকুরের ভবিষ্যৎ এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব।
জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা
জুলাই বিপ্লবে যে ছাত্র আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মিঠাপুকুর শাখা তার অন্যতম। গণআন্দোলনের উত্তাল সময়ে তারা রাজপথে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছে। দমন-পীড়নের ভয় না করে তারা অধিকার আদায়ের দাবিতে মিছিল করেছে, স্লোগানে প্রকম্পিত করেছে রাজপথ।
নতুন মিঠাপুকুর গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা
তারা শুধু প্রতিরোধেই থেমে থাকেনি; নতুন দিনের স্বপ্ন দেখছে, দেখাচ্ছে। সমৃদ্ধ মিঠাপুকুর গড়ার লক্ষ্যে তরুণ নেতৃত্ব তৈরি করছে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তাদের সংগ্রাম কেবল অতীতে সীমাবদ্ধ নয়, আগামীর দিকনির্দেশনাও দিচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, “আমরা শুধু অতীতের লড়াইয়ের গল্প বলতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে গড়া এক নতুন মিঠাপুকুর গড়ার লড়াই চালিয়ে যাব।”