বিতরণ কার্যক্রমটি ফুলবাড়ীয়া পশ্চিম বাজারে অনুষ্ঠিত হয়, যা শুরু হয় বিকেল ৫:১৫ মিনিটে। যুব ফোরামের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই মহতী উদ্যোগ সম্পন্ন করেন।
এ সময় যুব ফোরামের সঙ্গে ছিলেন কমিউনিটি ফেসিলিটেটর শামীম আরা বেগম।
যুব ফোরামের সভাপতি কানিজ ফাতেমা রিংকু সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন,
"অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই কার্যক্রম। আমরা চাই, সকলের রমজান মাস তাদের পরিবারসহ সুখে ও শান্তিতে কাটুক।"
এছাড়া, যুব ফোরামের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়। রমজানের এই মহিমান্বিত মাসে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।