মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়জুড়ে এই অপতৎপরতা চললেও, ৫ আগস্ট পরবর্তী সময়েও থামেনি। বরং ক্ষেত্রবিশেষে বেড়েছে কয়েকগুণ।
মির্জাপুর ও ইমাদপুর এলাকায় পুকুর সংস্কারের নামে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ কাজে সম্পৃক্ত স্থানীয় চিহ্নিত একটি চক্র বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।
গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন নামমাত্র অভিযান চালিয়ে বৈরাতী হাট এলাকায় মাটি কাটার কাজে নিষেধাজ্ঞা দিলেও বাস্তবে তার কোনো প্রভাব পড়েনি। সহকারী কমিশনার (ভূমি) মুসতাকিম বিল্লাহ সরেজমিনে গিয়ে মাটি কাটতে নিষেধ করলেও, অভিযানের পরও সেখানে দিনরাত মাটি বিক্রির মহোৎসব চলছে।
স্থানীয়দের অভিযোগ, হয়বতপুরের শাকিল, ভগবতিপুরের জলিল ও ফরিদপুরের মোতালেব এই চক্রের অন্যতম নিয়ন্ত্রক। বছরের পর বছর অবৈধ মাটি বাণিজ্য করে তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এসিল্যান্ডের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে প্রকাশ্যেই বলছে—
"এসিল্যান্ড গোনার টাইম নাই!"
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই এসব মাটি খেকোরা তাণ্ডব চালাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে, এই অবৈধ কর্মকাণ্ড পুরো অঞ্চলের কৃষি ব্যবস্থা ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।