নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা যুব ফোরাম। আজ, ১৬ মার্চ ২০২৫, সংগঠনটি সামাজিক বন ও বসতবাড়ির আশপাশের গাছে পাখির জন্য শতাধিক বাসা স্থাপন করেছে।
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং আসন্ন বর্ষা মৌসুমে দেশীয় ও অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে বিশেষভাবে মাটি দিয়ে তৈরি হাঁড়ি এসব গাছে টাঙানো হয়। আয়োজকরা জানান, "অনেক সংগঠন রক্তদান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিচিত কার্যক্রম পরিচালনা করে, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই উদ্যোগ একটু আলাদা।"
উল্লেখ্য, উপজেলা যুব ফোরাম ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা বিভিন্ন সামাজিক ও পরিবেশগত উদ্যোগ নিয়ে কাজ করছে। ২০২৪ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পাওয়ার পর তাদের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।