মেহেদী হাসান মুরাদ
সুনামগঞ্জের ধর্মপাশায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আকাশছোঁয়া শিশু ফোরাম। কনকনে শীতের এই সময়ে দরিদ্র পরিবারগুলোর উষ্ণতা নিশ্চিত করতে ফোরামের সভাপতি ইহাদুল ইসলাম জিদান ও তার টিম মানবিক উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে ২০টিরও বেশি দরিদ্র পরিবারকে কম্বল বিতরণ করা হয়। এতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষরা শীতের কষ্ট কিছুটা লাঘবের সুযোগ পান।
আকাশছোঁয়া শিশু ফোরামের সভাপতি ইহাদুল ইসলাম জিদান বলেন, "আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। শীতের কষ্ট লাঘবে এই উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় ফোরামের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আকাশছোঁয়া শিশু ফোরাম দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।