মেহেদী হাসান মুরাদ:
ফুলবাড়িয়া উপজেলার বাকতা গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি, রোববার, স্বপ্ন ছোঁয়া শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়িয়া AP-এর সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
অভিযানে শিশু ফোরামের সদস্যরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে একত্রে প্লাস্টিক সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন। তারা এলাকাবাসীকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং প্লাস্টিকের অপব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া এপি ম্যানেজার নম্রতা হাওয়ে ও কুশমাইল পিএফএ-এর প্রোগ্রাম অফিসার দিপা রোলিও। এছাড়া ভিডিসি, এলাকাবাসী ও শিশু ফোরামের অন্যান্য সদস্যরাও এই অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানের শেষ পর্যায়ে সংগৃহীত প্লাস্টিক বিক্রির প্রস্তাব রাখা হয়, যার মাধ্যমে প্রাপ্ত অর্থ শিশুদের কল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় করা হবে।
এ ধরনের উদ্যোগ শিশুদের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।