স্টাফ রিপোর্টার- জাহিদ ইকবাল
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। এরই অংশ হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৫, নওগাঁর ধামইরহাটে "শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভাটি সকাল ১০টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব কামরুজ্জামান সরদার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুব সংগঠক জাহিদ ইকবাল। অতিথিরা বলেন, তারুণ্যের শক্তিকে দক্ষ যুবসম্পদে রূপান্তর করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও তারুণ্যের উৎসব এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, যুব অধিকার, প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশে যথাযথ উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য, উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক যুব সংগঠনের প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।