স্টাফ রিপোর্টার- জাহিদ ইকবাল
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য ১৮ ডিসেম্বর দেশব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪।
জেলা প্রশাসন,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার,জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক, উপপরিচালক ফায়ার সার্ভিস, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম,বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর বৃন্দ।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহনে সকাল ১০ টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের রেলি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তৃতারা বলেন প্রবাসীরা দেশের চালিকাশক্তির অন্যতম কারিগর তাঁদের প্রেরিত অর্থ রেমিট্যান্স অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতিয়ার। পেশাভিত্তিক প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গমন,অভিবাসী প্রবাসীদের অধিকার আদায়,সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য ২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ ১৮ ডিসেম্বর কে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে উদযাপন করে আসছে।