মেহেদী হাসান মুরাদ - দিনাজপুর
‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বীরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও বীরগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ নুর নবী ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মণ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি'র ম্যানেজার রবার্ট কমল সরকার।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, প্রশিক্ষণের কোর্স উদ্বোধন, যুব পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।