মেহেদী হাসান মুরাদ –
রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি)-তে সম্পূর্ণ ঘুষ ও সুপারিশমুক্তভাবে উপকারভোগীদের তালিকা তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার।
আজ বুধবার (৯ এপ্রিল) ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মোট ২০৪ জন নারী-পুরুষ সদস্যের নাম জাতীয় পরিচয়পত্র যাচাই ও লটারির মাধ্যমে হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা পৌঁছেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছোবহান মন্ডল, মানবাধিকার কর্মী আশিকুর রহমান মন্ডল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন বাবু, ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত নারী সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়ায় কাজের সুযোগ সৃষ্টি হওয়া আগে দেখা যায়নি। সম্পূর্ণ নিজস্ব যোগ্যতার ভিত্তিতে তালিকাভুক্ত হয়ে কাজ পাওয়ার সুযোগ পেয়ে অনেকেই অভিভূত।
চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার বলেন, “দুর্নীতি ও পক্ষপাতিত্বমুক্ত একটি প্রশাসন গড়াই আমার লক্ষ্য। জনগণের হক নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
এমন স্বচ্ছ প্রক্রিয়া অন্যান্য ইউনিয়নেও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
Leave a Reply