নিউজ ডেক্সঃ
গত ৫ আগষ্ট সহ একাধিক হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের (ক্যাডার) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্ধর্ষ সন্ত্রাসী শামিউর রহমান কম্পন সহ তিন জনকে গ্রেফতার করেছে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, গতকাল রাত ২ টার সময় মানিকগঞ্জ জেলার সদর থানা থেকে এস আই তানভীর হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়মিত একাধিক হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামিকে (মামলা নং ২২ (৯ ) ২৪) গ্রেফতারের জন্য আমার নিকট আইনগত সহায়তা চায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন কয়েকজন আসামি রংপুরের পীরগঞ্জ উপজেলার ড, এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলে বেশ কিছু দিন ধরে অবস্থান করছেন, তখন তদন্তকারী পুলিশের টিম ঐ কলেজে অভিযান চালায়, এ সময় দুর্ধষ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (ক্যাডার) শামিউর রহমান কম্পন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ তলা ভবন হতে লাফিয়ে মাটিতে পড়ে আহত হয়। আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বাবুর্চি মানিকগঞ্জ সদরের দাশরা এলাকার ইউসুফ ব্যাপারীর পুত্র রাব্বি হায়দার এবং পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুরের নজরুল ইসলাম সরকারের পুত্র ফাহিম ইমতিয়াজ নিরবের ছত্র ছায়ায় গেস্ট হিসাবে পরিচয় দিয়ে সেখানে থাকতো।
এই ঘটনায় পুলিশ বাবুর্চি রাব্বি হায়দার ও ঐ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফাহিম ইমতিয়াজ নিরব সহ তিন জনকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে পাঠিয়েছে।
Leave a Reply